সাম্য, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে কাজ করতে চাই’ — মামুন সিকদার

‘সাম্য, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে কাজ করতে চাই’ — মামুন সিকদার

সাব-হেডলাইন:
ঝালকাঠি-১ আসনের সম্ভাব্য প্রার্থী মামুন সিকদার বলেছেন, রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব পালন করাই তাঁর অঙ্গীকার।

প্রতিবেদন

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ মামুন সিকদার বলেছেন, “সাম্য, মানবিকতা ও ন্যায়ভিত্তিক একটি সমাজ গঠনই আমার রাজনৈতিক দর্শন। রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; মানুষের সেবা, অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের প্রতিশ্রুতি বহন করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “শোষণমুক্ত সমাজ ও গণমানুষের মর্যাদা রক্ষায় আমি কাজ করে যাচ্ছি। জনসম্পৃক্ত উন্নয়ন ছাড়া টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই মানুষের অংশগ্রহণমূলক রাজনীতি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধই আমার সংগ্রামের মূল শক্তি।”

মামুন সিকদার বিশ্বাস করেন, সুশাসন, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা না হলে কোন উন্নয়নই স্থায়ী হয় না। তাঁর ভাষায় —
“এলাকার প্রতিটি মানুষের সম্মান, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সেবায় সমান অধিকার নিশ্চিত করার লড়াই আমার চলমান রাজনীতি। ক্ষমতা নয়, মানুষের কল্যাণই আমার অগ্রাধিকার।”

পটভূমি
এলাকার তরুণ প্রজন্মকে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে অংশগ্রহণে উৎসাহিত করে চলেছেন তিনি। স্থানীয় মানুষের কাছে তিনি মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।

     More News Of This Category

Like page