নির্বাচন ডিসেম্বরের মধ্যে, তবে জুনের পরে নয়: প্রধান উপদেষ্টা
ঢাকা, ১৮ মে ২০২৫:
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে, তবে এটি জুন মাসের পর আর সম্ভব নয়। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জুন মাসের পর রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় আর সময় পাওয়া যাবে না।”
এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে বলেও তিনি জানান। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব পক্ষকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।