সাবেক এমপি জেবুন্নেসা গ্রেফতার

সাবেক সংসদ সদস্য ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।

জেবুন্নেছা আফরোজের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শামীম মিয়া নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ২২ জানুয়ারি শামীম মিয়া ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ।

শনিবার (১৭ মে) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন ।

উল্লেখ্য, জেবুন্নেছা আফরোজ ২০১৪ সালে তার স্বামী ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণের মৃত্যুর পর বরিশাল-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ।

এই গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

     More News Of This Category

লাইক পেজ