আগৈলঝাড়ায় ছাত্রদলের কম্বল বিতরন।
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি,
ছবিঃ ক্যাপশন
বরিশালের আগৈলঝাড়ায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের নেতৃত্বে কম্বল বিতরন করেছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপি উপজেলা ছাত্রদল নেতা নাদিম সরদার এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ঘুড়ে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেণ। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান, সহ-সভাপতি লিওন কীর্তুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আকন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ খাইরুল ইসলাম, লিমন, রোমান সিকদার, প্রিন্স বক্তিয়ার, নিয়াজ, সাকিব সরদার, অংকন জয়ধর, ইয়াসিন আরাফাত, রাকিব সরদার, কলেজ ছাত্রদল নেতা মমিন, সাব্বির তালুকদার, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা মোঃ মইন উদ্দিন আকন লিমন, উপজেলা কৃষক দল নেতা মো: দিদার হোসেন প্রমূখ।
এব্যাপারে উপজেলা ছাত্রদল নেতা নাদিম সরদার জানান, জাতীয় ঐক্যের প্রতীক গণতন্ত্রের মাতা আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া চেয়ে, বরিশাল ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন এর পরামর্শক্রমে দিনব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরন করা হয়েছে।