ডিলারদের থেকে সরকারি মূল্য ও চাহিদা পরিমাণ সার পেয়ে কৃষকের মনে স্বস্তি 

ডিলারদের থেকে সরকারি মূল্য ও চাহিদা পরিমাণ সার পেয়ে কৃষকের মনে স্বস্তি 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুর উপজেলার‌ ডিলারদের  থেকে সরকারি মূল্যে ও চাহিদা পরিমাণ সার পেয়ে কৃষকরা মনে স্বস্তি এসেছে।  বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উপজেলার চন্দননগর ও ভাবিচা বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সারের ডিলারদের কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় করা হয়েছে। 

উপজেলার  বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার ক্রয় করে নিয়ে যান। কৃষকেরা বলেন, সরকার নির্ধারিত মূল্য  ও চাহিদা পরিমাণ সার পাওয়ায় খুশি। কৃষকেরা  আরো জানান তারা কোনো প্রকার হয়রানি ছাড়াই সার তুলতে পারছেন। 

চন্দননগর গ্রামের কৃষক  রাব্বানী বলেন, চার বিঘা জমিতে আলু আর দুই বিঘাতে সরিষা চাষের জন্য সার নিতে এসেছি। সরকারি মূল্যে সার পাচ্ছি।  কোন অনিয়ম হচ্ছে না। সরকারি মূল্যের সার পাওয়ার জন্য আমাদের অনেক সুবিধা হচ্ছে।’ 

বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার  মোস্তাফিজুর রহমান বলেন, বরাদ্দের সম্পূর্ণ সার ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে কোন প্রকার হয়রানি ছাড়াই সরকার নির্ধারিত মূল্য বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত পরিমাণ সার আমাদের মজুদ রয়েছে। অনেক কৃষকেরা আগাম সার কিনে মজুদ রেখেছেন। বর্তমান মাসেও প্রচুর সার বরাদ্দ রয়েছে। আশা রাখছি কৃষকদের চাহিদা মতো সার  দিতে পারব।

সিরাজুল ইসলাম 
নিয়ামতপুর নওগাঁ 
০১৭০৪৮৪৯৫২৮

     More News Of This Category

Like page