শাহিন বিশ্বাস তালা সাতক্ষীরা
পাটকেলঘাটায় আলমসাধু উল্টে আলমগীর নামের ১ ব্যাক্তি নিহত হয়েছে
খুলনা সাতক্ষীরা মহাসড়কের আশাননগর মোড় সংলগ্ন এ দুর্ঘটনা টি ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার ১৪ ডিসেম্বর বিকেলে পাটকেলঘাটার জুগিপুকুরিয়া গ্রামের ছামছুর মোড়লের ছেলে আলমগীর রড নিয়ে সাতক্ষীরায় নামিয়ে দিয়ে বাড়ী ফেরা পথে রাকিব অটো রাইস মিলের সামনে এলে একটি মোটরসাইকেল হঠাৎ তার সামনে মিলের ভিতর থেকে বের হয়। তখন আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হয়।
আশংকাজনক অবস্হায় স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেলে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। পর দিন সোমবার তার নিজ গ্রামের বাড়ীতে সকাল ১১টায় দাফন সম্পুর্ন হয়।
বিভিন্ন সুত্রে জানা গেছে৷। ২০০৭ সাল অর্থাত ১৭বছর পুর্বে, মৃত আলমগীরের পিতা ছামছুর মোড়ল সাতক্ষীরার কোল্ডষ্টোর থেকে পা ভ্যানে আলু নিয়ে পাটকেলঘাটায় আসার পথে
একই স্হানে সড়ক দুঘটনায় নিহত হয়।