৩০০ আসনে প্রার্থী দিচ্ছে মুক্তিজোট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ‘ছড়ি’ প্রতীকে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া শুরু করেছে।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনটি ইতোমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। তৃণমূল পর্যায়ে যোগ্য, সৎ ও জনগণের আস্থাভাজন প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। স্থানীয় পর্যায়ের ইউনিটগুলো সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাচ্ছে।
এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, ছাত্র-জনতার গণঅভূত্থানের আকাঙ্খা, অসাম্প্রদায়িক সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের রাজনীতির মধ্য দিয়ে সচেতন সামাজিক শক্তির শাসন প্রতিষ্ঠাই মুক্তিজোটের মূল লক্ষ্য।”
আগ্রহী মনোনয়নপ্রত্যাশীরা সংশ্লিষ্ট দলীয় কার্যালয়ে যোগাযোগ করে প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা দিতে পারবেন।
কেন্দ্রীয় কার্যালয়:
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ২২/১, শিশু কল্যাণ পরিষদ ভবন, তোপখানা রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: [email protected] মোবাইল: ০১৭১৭৬৫৭৩৪৯