সেনাপ্রধানকে ঘিরে ভুয়া খবরের বন্যা, সেনাবাহিনীর কঠোর সতর্কবার্তা

তিস্তা টিভি বিশেষ প্রতিবেদন
শিরোনাম: সেনাপ্রধানকে ঘিরে ভুয়া খবরের বন্যা, সেনাবাহিনীর কঠোর সতর্কবার্তা

ঢাকা, ২১ মে ২০২৫:
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু বিদেশি প্ল্যাটফর্মে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে একের পর এক ভুয়া ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। এসব গুজবের জবাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছে এবং জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একাধিক ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবের মধ্যে রয়েছে—সামরিক শাসন আসছে, সেনাপ্রধান ভারতে পালাতে চাইছেন, এমনকি সেনাবাহিনীর মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে—এমন নানা ভিত্তিহীন দাবি।

২১ মে তারিখে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে একযোগে ২৪টি ভুয়া খবরের স্ক্রিনশটসহ “ফেক কার্ড” প্রকাশ করা হয়। এসব পোস্টে সেনাবাহিনী সাফ জানিয়ে দেয়, এ ধরনের তথ্য সরাসরি জাতির নিরাপত্তা ও সেনাবাহিনীর ভাবমূর্তির ওপর আঘাত।

বিশ্লেষণে দেখা যায়, এসব গুজব ছড়ানোর পেছনে রয়েছে পার্শ্ববর্তী দেশের কিছু ইউটিউব চ্যানেল ও স্বার্থান্বেষী মহল। যেমন, ভারতের একটি চ্যানেলে বলা হয়, “সেনাপ্রধান ভারতের কাছে আশ্রয় চাইছেন।” আরেকটি ভিডিওর শিরোনাম, “ঢাকায় এবার সামরিক শাসন?”

সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, “এসব গুজব পুরোপুরি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সেনাবাহিনী সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের আস্থা ও ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে দেশের সেবা করে যাচ্ছে।”

তিস্তা টিভি মনে করে, এই ধরনের ভুয়া খবর না শুধু সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, বরং জাতীয় স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ। তাই সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে, যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করতে এবং বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে।

প্রতিবেদন: তিস্তা টিভি অনলাইন ডেস্ক

     More News Of This Category

Like page