সাদুল্লাপুরে বজ্রপাতে লিমন মিয়ার মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি: মোহাম্মদ ময়নুল হাসান মনির
আজ সোমবার (২০ মে ২০২৫) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে লিমন মিয়া (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা ৩০ মিনিটের দিকে বৃষ্টির মধ্যে লিমন মিয়া তার নিজ বাড়ির আঙিনায় বের হন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তা সরাসরি তার শরীরে আঘাত হানে এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
লিমন মিয়া একজন সাধারণ কৃষিজীবী ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।