সাতক্ষীরায় যাত্রীবাহি বাস উল্টে ইজিবাইকের উপর পড়ে নিহত-১, আহত-৭

142

সাতক্ষীরায় যাত্রীবাহি বাস উল্টে ইজিবাইকের উপর পড়ে নিহত-১, আহত-৭

শাহিন বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি।
সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতায় যাত্রীবাহী পরিবহন উল্টে ইজিবাইকের উপর ছিটকে পড়ে আহত ৮ জন ও ১জন নিহত হয়েছে।

শুক্রবার ১২ ডিসেম্বর বিকেল ৪টায় সাতক্ষীরার বিনেরপোতা ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি
(বগুড়া-জ-১১-০০৩৮) বিনেরপোতা ব্রীজের দক্ষিণ পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের উপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সাথে সাথে রাস্তায় যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ইজবাইকে থাকা দুইজন যাত্রী গুরুতর জখম হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।
স্হানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।
নিহত পরিবহন সুপারভাইজার এর নাম শাওন ইসলাম (৩৩)। তিনি খুলনা সদরের সোনাডাঙা এলাকার বাবুল হোসেনের ছেলে।
আহতরা হলেন, শেখ নজরুল ইসলাম (৭০) তিনি দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে, একই এলাকার ফাইম হোসেন(২০), সাতক্ষীরা সদরের বকচরা এলাকার ফারজানা আক্তার মিম (২১) সে সিরাজুল ইসলামের স্ত্রী, মোঃ নাইম হোসেন (৩০) বরিশাল জেলা সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে, বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব দেবনাথ জানান, বর্তমানে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

     More News Of This Category

Like page