মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সকল দাবী মেনে নেওয়ার আহবান — মুক্তি জোট প্রার্থী মোঃ মামুন সিকদার
ঝালকাঠি, ১৬ অক্টোবর —
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত প্রার্থী মোঃ মামুন সিকদার শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষক সমাজ আজও নানাভাবে অবহেলিত। তাদের ন্যায্য প্রাপ্যতা ও সম্মান নিশ্চিত না হলে শিক্ষার মান উন্নত করা সম্ভব নয়। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা জাতি গঠনের কারিগর। তাই তাদের সব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।”
মোঃ মামুন সিকদার আরও বলেন, “একজন শিক্ষক যখন মর্যাদা পান না, তখন সমাজের শিক্ষার ভিত্তি দুর্বল হয়। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে শিক্ষকদের দাবি পূরণে তিনি নিজে সবসময় পাশে থাকবেন এবং সংসদে নির্বাচিত হলে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন।