মহান বিজয় দিবস উপলক্ষে দারিয়াপুর কারিগরি এসএসসি ভোকেশনাল বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে দারিয়াপুর কারিগরি এসএসসি ভোকেশনাল বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা

গাইবান্ধা প্রতিনিধি,মইনুল ইসলাম মনির

মহান বিজয় দিবস উপলক্ষে দারিয়াপুর কারিগরি এসএসসি ভোকেশনাল বিদ্যালয়ে আজ সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সুপারিন্টেন্ডেন্ট জনাব মোঃ শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অত্র ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী এবং গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিক পিটন উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে মোঃ নুরে আলম সিদ্দিক পিটন বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবময় ইতিহাসের স্মারক। জাতির কল্যাণে মানবসেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা প্রস্তুত। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে আমরা সব সময় থাকবো। এই প্রতিষ্ঠানের কোনো সমস্যা দেখা দিলে আমাদের জানাবেন। আমরা সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।

     More News Of This Category

Like page