(সংবাদ বিজ্ঞপ্তি)
ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
কেন্দ্রীয় কার্যালয়,
৬৬, পাইওনিয়র রোড,
কাকরাইল,রমনা, ঢাকা।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ নভেম্বর, ২৫ তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তাঁর স্বাস্থের কিছুটা অবনতি ঘটলে বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। তাঁর অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে তাঁর সুস্থতা কামনা করে আশা প্রকাশ করছি যে, তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসেন।
বার্তা প্রেরক:
(শৌর্য দীপ্ত সূর্য) প্রেস সেক্রেটারী,
মাননীয় চেয়ারম্যান, জাতীয় পার্টি।