বিএনপির কে’ন্দ্রী’য় কার্যা’লয়ে আলোচনা ঝালকাঠি-১ আসন থেকে যাচ্ছেন দুই মনো’ন’য়ন প্রত্যাশী

বরিশালের ৬০ ম’নোনয়’ন প্রত্যাশীর সাথে বিএনপির কে’ন্দ্রী’য় কার্যা’লয়ে আলোচনা ঝালকাঠি-১ আসন থেকে যাচ্ছেন দুই মনো’ন’য়ন প্রত্যাশী…

আসন্ন জা’তী’য় সংসদ নির্বা’চ’নকে সামনে রেখে বিএনপি কে’ন্দ্রী’য় ভাবে মনো’ন’য়ন প্রত্যা’শী’দের সঙ্গে বৈঠক শুরু করেছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় গুলশানে বিএনপির কে’ন্দ্রী’য় কার্যা’লয়ে বরিশাল বিভাগের ৬০ জন মনোনয়ন প্রত্যা’শীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন প্র’ত্যা’শী ছিলেন প্রায় ডজন খানেক নেতা। তবে এ বৈঠকে অংশ নিচ্ছেন দুই মনো’ন’য়ন প্রত্যাশী।

তারা হলেন, বিএনপির কে’ন্দ্রী’য় নির্বাহী কমি’টির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং কে’ন্দ্রী’য় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত।

জানা গেছে, এ দুজন নেতাই বিএনপির কে’ন্দ্রী’য় কার্যা’লয়ে যাচ্ছেন নিজ নিজ উদ্যোগে। যদিও তারা আলাদা ভাবে যাচ্ছেন, তবু নির্বাচনী এলাকায় এক সাথে ফিরে আসবেন কিনা, তা নিয়ে স্থা’নী’য় রাজ’নৈ’তিক অঙ্গনে কৌতূ’হল দেখা দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গুলশানের এ বৈঠকে কে’ন্দ্রী’য় নে’তৃ’ত্ব আগামী জাতীয় সংসদ নির্বা’চ’নকে সামনে রেখে বরিশাল বিভাগের প্রা’র্থী বাছাই সংক্রান্ত দিক নির্দে’শনা দেবেন।

ধারণা করা হচ্ছে, ঝালকাঠি-১ আসনের মনো’ন’য়ন প্রত্যাশী এ দুই নেতার মধ্য থেকে একজনকে দলীয় প্রা’র্থী হিসেবে বেছে নেওয়া হবে।

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে বিএনপির মনো’ন’য়ন প্রত্যা’শী’দের তালিকায় আরও রয়েছেন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, জা’তীয়তাবা:দী আই’ন’জীবী ফোরা’মের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, ড. জাকারিয়া লিংকন, এবং ক’র্নে’ল মোস্তাফিজুর রহমান প্রমুখ।

রাজ’নৈ’তিক বিশ্লে’ষক’দের মতে, ঝালকাঠি-১ আসনে বিএনপির মনো’ন’য়ন প্রত্যা’শী’দের মধ্যে রফিকুল ইসলাম জামাল ও গোলাম আজম সৈকত স্থা’নী’য় ভাবে সবচেয়ে স’ক্রি’য় ও প্রভা’ব’শালী হিসেবে পরিচিত। তাই গুলশানে কে’ন্দ্রী’য় কার্য’ল’য়ের এ বৈ’ঠ’কে তাদের উপস্থিতি বিশেষ তাৎ’প’র্য বহন করছে।
#bjrnews24 #syedsobuj

     More News Of This Category

Like page