পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’ ঘিরে নতুন চাঞ্চল্য

104

পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’ ঘিরে নতুন চাঞ্চল্য

পৃথিবীর চারপাশে সাময়িকভাবে ঘুরছে আরেকটি ক্ষুদ্র উপগ্রহ—এমন প্রমাণ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, এটি আসলে একটি ক্ষুদ্র গ্রহাণু, যা পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকে থাকার কারণে ‘মিনি-মুন’ বা ছোট চাঁদ হিসেবে আচরণ করছে।

আগেও এ ধরনের ছোট উপগ্রহ শনাক্ত হয়েছে, তবে নতুন আবিষ্কারের পর আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘দ্বিতীয় চাঁদ’ তত্ত্ব। গবেষকরা জানিয়েছেন, আরও কিছু বিশ্লেষণ শেষে এর কক্ষপথ ও অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এটি পৃথিবীর স্থায়ী চাঁদ নয়, বরং সাময়িক সঙ্গী—যা মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

     More News Of This Category

Like page