পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতির পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন

66

পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতির পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন
শাহি বিশ্বাস পাটকেলঘাটা প্রতিনিধি
সাতক্ষীরা তালার পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ জহরুল হকের পিতা শেখ আব্দুর রশিদ (৭৬) ইন্তেকাল করেছেন। তিনি গত ১৪ ডিসেম্বর রবিবার রাত ৩টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ ১৫ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রাম পাটকেলঘাটা চৌগাছায় অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম, হাফেজ শাহ আলম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল হক খান, সাধরণ সম্পাদক ইয়াছিন আলী সরদার, সাংবাদিক আলমগীর হোসেন,মজনু সহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
এদিকে পাটকেলঘাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

     More News Of This Category

Like page