নেতা নয়, উন্নয়নের সেবক হতে চান মামুন সিকদার
ব্যানার-ফেস্টুন নয়, আস্থার ভোট চাই জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি
কাঠালিয়া-রাজাপুর প্রতিনিধি:
“আমি নেতা পরিচয় দিতে ফেস্টুন-ব্যানার লাগাতে চাই না। আমি শুধু চাই, কাঠালিয়া-রাজাপুরবাসী আমাকে নয়—উন্নয়নকে ভোট দিক।”
এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন ঝালকাঠি-১ আসনে রাজনৈতিক ময়দানে আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থী মোঃ মামুন সিকদার।
তিনি বলেন, “আমার পরিচয় পোস্টার নয়, মানুষের পাশে থাকার দায়িত্ব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে একটি মর্যাদাশীল কাঠালিয়া-রাজাপুর গড়াই আমার লক্ষ্য।”
মামুন সিকদার জানান, রাজনীতিকে তিনি দেখেন সেবা হিসেবে; পদ-পদবি কিংবা ক্ষমতার আসনে বসার আকাঙ্ক্ষা নয়, মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, “যে নেতা জনগণের টাকায় শহর ভরে ফেলে পোস্টার-ব্যানার, সে জনগণের কথা সত্যিই কতটা ভাবে—সেটা প্রশ্নের বিষয়। তাই আমি প্রচার নয়, কাজ দিয়ে মানুষের আস্থা অর্জন করতে চাই।”
স্থানীয়দের অনেকে বলেন, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সামাজিক ইস্যুতে অংশগ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এসব কর্মকাণ্ডের মাধ্যমেই তিনি ইতোমধ্যে জনআস্থা তৈরি করেছেন।
আগামীতে কাঠালিয়া-রাজাপুরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সংস্কৃতিমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
তার ভাষায়, “ভোট আপনার, উন্নয়নও আপনার। আমি কেবল একজন কার্যকর সেবক হতে চাই।”
রাজনীতিতে শোভা নয়, সেবা—এই অঙ্গীকার নিয়েই জনগণের সামনে এগোতে চান তিনি।