নায়করাজ রাজ্জাক: বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র
নায়করাজ রাজ্জাক, যার প্রকৃত নাম আব্দুর রাজ্জাক, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক কিংবদন্তি নাম। তিনি ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের কলকাতার নাকতলায় জন্মগ্রহণ করেন। কৈশোর থেকেই তিনি মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে মুম্বাইয়ের ফিল্মালয়া ইনস্টিটিউটে চলচ্চিত্র বিষয়ক শিক্ষা লাভ করেন।
১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষিতে তিনি ঢাকায় চলে আসেন। শুরুতে সহকারী পরিচালক হিসেবে কাজ করলেও, খুব দ্রুতই তিনি অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৬৬ সালে জহির রায়হানের “বেহুলা” চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার অভিনীত বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে: জীবন থেকে নেয়া, রংবাজ, অশিক্ষিত, চন্দ্রনাথ, বড় ভালো লোক ছিল, প্রভৃতি। রাজ্জাক প্রায় ৩০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ১৬টির বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি রাজলক্ষ্মী প্রোডাকশন নামক প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন।
নায়করাজ রাজ্জাক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তিনি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “স্বাধীনতা পুরস্কার” লাভ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি খায়রুন্নেসা লক্ষ্মীকে বিয়ে করেন এবং তাদের পাঁচ সন্তান রয়েছে, যাদের মধ্যে বাপ্পারাজও একজন খ্যাতিমান অভিনেতা।
নায়করাজ রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন কেবল একজন অভিনেতা নন, ছিলেন একটি প্রতিষ্ঠান। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র হারায় এক মহান দিকপালকে।