নাগেশ্বরীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

44

নাগেশ্বরীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বাবলু মিয়া, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আজিদানাহার তাহফিজুল কুরআন মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ ইউনুছ আলী–এর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোখলেসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—

নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম

যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার

উপজেলা বিএনপির সদস্য এস এম জাহাঙ্গীর বাদশা টুটুল (টুটুল বাদশা)

এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃত্ব, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার আলেম–ওলামাবৃন্দ। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে সম্মিলিত মোনাজাত অনুষ্ঠিত হয়।

     More News Of This Category

Like page