দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারন মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
আজ এক বিবৃতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারন মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ।
বিবৃতিতে তিনি আরো বলেন, তিনি বলেন, সারাদেশে আশঙ্কা জনকভাবে খুন জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত। নদীতে ফেলে দেয়া লাশের পাশাপাশি আজ জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান মিলেছে।
রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এইরকম হত্যাকান্ডের খবর আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে।
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দেশের সাধারন মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বার্তা প্রেরক:
(শৌর্য দীপ্ত সূর্য )
প্রেস সেক্রেটারী,
মাননীয় চেয়ারম্যান,
জাতীয় পার্টি।