ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন

151

তারিখ ১৭ নভেম্বর-২০২৫ইং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন
পুনর্বিবেচনার জন্য আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন

মোল্লা আজিজুল বরিশাল ব্যুরোঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন হয়েছে। মনোনয়ন প্রত্যাশী বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অনুসারী নেতাকর্মীরা গতকাল সোমবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহŸায়ক মো. মাহবুবুল ইসলাম মাহবুব লিখিত বক্তব্যে বলেন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান বিগত ৪০ বছর যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তিনি দলের দু:সময়েও দল ছেড়ে যাননি। ওয়ান ইলেভেনের সময় থেকে দল ছেড়েছে অথচ আজ তাদেরই সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম এসেছে। জিয়া পরিবারকে মিডিয়ার সামনে সমালোচনা করে বলেছিল- আমি এমন একটি দলের এমপি ছিলাম সেই পরিচয় দিতে লজ্জা করছে। এসব ব্যক্তি মনোনয়ন নিয়ে এলে তাদের কাছ থেকে দল ভাল কিছু আশা করতে পারেনা।
তিনি আরও বলেন, বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনর্বিবেচনা করে দীর্ঘদিনের ত্যাগী নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চূড়ান্ত মনোনয়নের তালিকায় তার নাম প্রকাশের জন্য দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে অত্র আসনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রাণের দাবি পূরণ করবেন বলে আশাপ্রকাশ করছি। ধানের শীষের কোন বিকল্প নাই তাই আমরা ধানের শীষের পক্ষের লোকজন এই মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মো. খলিল মোল্লা, বাগধা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজুর রহমান লালু, গৈলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহŸায়ক আবু সায়েদ সরদার, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর পাইক প্রমুখ।

     More News Of This Category

Like page