ঝালকাঠিতে এবি পার্টির প্রার্থী শেখ জামালের গণসংযোগ
এবি পার্টির অঙ্গীকার— “রাষ্ট্র হবে জনতার”— এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির আহ্বায়ক মোঃ জামাল হোসেন, সদস্য সচিব হাওলাদার মোহাম্মদ জাহিদুল ইসলাম বশির, এবি শ্রমিক পার্টির আহ্বায়ক শেখ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেন বলেন, “নতুন প্রজন্মের ভোট নতুন প্রতীক ঈগলে হোক। বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত করা এবি পার্টির মূল লক্ষ্য।” তিনি আসন্ন নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দিয়ে এবি পার্টিকে বিজয়ী করার আহ্বান জানান।
একইসঙ্গে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। শেখ জামাল হোসেন বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে আছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। জনগণ যাকেই ভোট দেবে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।”
এ সময় শহরের বিভিন্ন এলাকায় এবি পার্টির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ঈগল প্রতীকের পক্ষে সমর্থন চান।