গিদারী ইউনিয়নে শ্রমিক দলের ৪ নং ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাত ৯টায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল হামিদ সরকার হিমু।
সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি: মোঃশাহজালালমিয়া ।
সিনিয়র সহ-সভাপতি: মোঃ আলী হোসেন ।
সাধারণ সম্পাদক: মোঃশফিকুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক: মোঃজহরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ১১ নং গিদারী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোঃ মঞ্জু মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক জনাব মোঃ নজরুল মিয়া, কোষাধ্যক্ষ জনাব মোঃ এনামুল হক, ১০ নং ঘাগোয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ দুদু মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম, মালিবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ মুসলিম মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মোঃ রাসেল আহমেদ, , ১১ নং গিদারী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জালাল মিয়া, গাইবান্ধা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্যজনাব মোঃ টুকু মিয়া, এবং ১০ নং ঘাগোয়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাই মিয়া।১০নং ইউনিয়ন ঘাগোয়া ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড সভাপতি লিমন মিয়া ও সাধারণ সম্পাদক রাজা মিয়া,
সভায় বক্তারা বলেন, শ্রমিক দল হচ্ছে বিএনপির অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন। তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় বিএনপি আসন টি বিপুল ভোটের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে হবে।
সভা শেষে সভাপতি আব্দুল হামিদ সরকার হিমু নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।