।
গাইবান্ধা প্রতিনিধি, ময়নুল হাসান মনির।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা(সদর)-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোঃ আনিসুজ্জামান খান বাবুকে ঘিরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৮ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা(সদর)-০২ আসনের বিএনপি প্রার্থী জনাব মোঃ আনিসুজ্জামান খান বাবু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহামুদুন নবী টিটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল মোন্নাফ আলমগীর, সহ-সভাপতি, জেলা বিএনপি। জনাব মোঃ শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি, জেলা বিএনপি ও সভাপতি পৌর বিএনপি। এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, সহ-সভাপতি, জেলা বিএনপি ও সভাপতি জেলা শ্রমিক দল। জনাব মোঃ আব্দুল আউয়াল আরজু, সহ-সভাপতি, জেলা বিএনপি। জনাব মোঃ মোশাররফ হোসেন বাবু, সভাপতি, সদর থানা বিএনপি। এ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। জনাব মোঃ আনিছুর রহমান নাদিম, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। জনাব মোঃ মকছুদার রহমান, সাধারণ সম্পাদক, সদর থানা বিএনপি। জনাব মোঃ মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি। জনাব এস.এম. হুনান হক্কানী, সহ-প্রচার সম্পাদক জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক জেলা শ্রমিকদল।
সভাপতিত্ব করেন সদর উপজেলা শ্রমিকদলের আহবায়ক জনাব মোঃ ওয়াহেদুল হাসান প্রবাল।
সঞ্চালনায় ছিলেন পৌর শ্রমিকদলের আহবায়ক এম এন হক সুমন, সদস্য সচিব আবু জাহেদ শিপুল এবং যুগ্ম আহবায়ক শেখ নজর বীন কেনান হক্কানী।
সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন ১০নং ঘাগোয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জনাব মোঃ দুদু মিয়া ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। তারা ইউনিয়ন পর্যায়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি, কর্মী সক্রিয়তা এবং মাঠপর্যায়ের সংগঠনের অগ্রগতি তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ অধ্যায়। এজন্য নেতাকর্মীদের মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
প্রধান অতিথি আনিসুজ্জামান খান বাবু তিনি তার বক্তব্যে বলেন, “আমি একজন শ্রমিক নেতা। সারা বাংলাদেশের মধ্যে আমার নেত্রী আমার মা, বেগম খালেদা জিয়া, শ্রমিক নেতাদের মধ্যে শুধু আমাকে তিনি ধানের শীষের প্রতিক আমার হাতে তুলে দিয়েছেন। এ সম্মান রক্ষা করার দায়িত্ব শুধু আমার একার নয় আপনাদের সকলেরই। তাই আমি গাইবান্ধা জেলা ও সদর থানা শ্রমিক দল সহ এবং গাইবান্ধা সদর থানা ও জেলা বিএনপি’র ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই গাইবান্ধা (সদর)-০২ আসনের জন্য মনোযোগ দিয়ে ধানের শীষ প্রতীকের জন্য কাজ করবেন এবং গাইবান্ধা (সদর)-০২ আসন থেকে ধানের শীষ কে বিজয় করে আমরা গাইবান্ধা সদরের পক্ষ থেকে ম্যাডাম জিয়ার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিতে চাই। আপনারা যদি সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে সম্ভব। গাইবান্ধা (সদর)০২ আসন থেকে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। এ বিজয় শুধু আমার একার নয়। এ বিজয় আপনাদের সকলের।
সভাপতি জনাব ওয়াহেদুল হাসান প্রবাল তার সমাপনী বক্তব্যে বলেন, জনাব আনিসুজ্জামান খান বাবু ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি গাইবান্ধা জেলার রিকশা শ্রমিক ইউনিয়নের প্রবীণ নেতা ছিলেন। তিনি সবসময় শ্রমিকদের পাশে থেকে তাদের দুঃখ কষ্ট নিজের সাথে ভাগ করে নিয়েছেন।সেই মহান মানুষ টিকে আসন্ন সংসদ নির্বাচনে গাইবান্ধা (সদর)-০২আসনের প্রার্থী ঘোষণা করেছেন জনাব তারেক রহমান। এতে আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। তার বিজয় সুনিশ্চিত করতে, গাইবান্ধা সদর থানা শ্রমিক দল সবসময় তার পাশে আছে এবং নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সভা শেষে ধানের শীষের পক্ষে নেতাকর্মীরা ঐক্য ও সংগঠনের শক্তি আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।