ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) নতুন প্রতীক যুক্ত করে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় নতুন সংযোজন হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।
ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি নিবন্ধন পাওয়া কয়েকটি রাজনৈতিক দল নিজেদের পছন্দের প্রতীক প্রস্তাব করেছিল। যাচাই-বাছাই শেষে ‘শাপলা কলি’ প্রতীকটি অনুমোদন দেয় নির্বাচন কমিশন।
ইসির এক কর্মকর্তা জানান, “নতুন প্রতীক সংযোজনের মাধ্যমে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ আরও বৈচিত্র্যময় হবে। এতে ভোটারদের জন্য প্রতীক চেনার সুযোগও বাড়বে।”
রাজনৈতিক মহলে এ খবর ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে নতুন নিবন্ধিত দলগুলোর মধ্যে অনেকেই এই প্রতীক পেতে আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় আগে থেকেই জনপ্রিয় কিছু প্রতীক রয়েছে যেমন— নৌকা, ধান শীষ, হাতপাখা, ঘোড়া, লাঙ্গল, পালকি, বই প্রভৃতি। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন প্রতীক ‘শাপলা কলি’, যা আগামী নির্বাচনে কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী ব্যবহার করতে পারবেন ইসির অনুমোদনক্রমে।