আগৈলঝাড়ায় হামলায় বিএনপি’র ৬ নেতা-কর্মী আহত। অভিযোগের তীর স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে।

79

পুলিশের ঘটনাস্থল পরিদর্শন
আগৈলঝাড়ায় হামলায় বিএনপি’র ৬ নেতা-কর্মী আহত।
অভিযোগের তীর স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে।

মোল্লা আজিজুল বরিশাল ব্যুরোঃ
আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার নেতৃত্বে হামলা করে বিএনপি’র ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত আবস্থায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান আহতরা। এবিষয়য়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। হামলার ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হেমায়েত শিকদারকে সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতার করে। মঙ্গলবার সে আদালত থেকে জামিন পেয়ে বাড়িতে আসে। তাকে গ্রেফতারের ব্যাপারে বিএনপি নেতা আ.মান্নান শেখ ও তার ভাই হান্নান শেখকে সন্দেহ করেন হেমায়েত শেখ। এঘটনায় গতকাল বুধবার সকাল ১১টায় পয়সারহাট বন্দরে স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেমায়েত শিকদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল মহড়া দিয়ে জেলা উত্তর বিএনপি’র সাবেক সদস্য আ.মন্নান শেখের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে গালমন্দ করে তার উপর হামলা চালায়। এসংবাদ শুনে তার ভাই ইউনিয়ন বিএনপি’র নেতা আ.হান্নান শেখ ঘটনাস্থলে আসলে তার উপরও অর্তকিত হামলা চালিয়ে আহত করে। এসময় বাধা দিতে গেলে বাকাল ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারন সম্পাদক তানভীর শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অলিদ শিকদার, ওয়ার্ড বিএনপি কর্মী রুবেল শেখের উপর হামলা করে আহত করে। হামলাকারীরা এসময় পয়সারহাট বন্দরের ব্যবসায়ী যুবদল নেতা মো. বাবু খানকেও পয়সারহাট স্কুলের সামনের ব্রীজের উপর বসে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় মোহাম্মদ বাবু খান, হান্নান শেখ ও রুবেল শেখকে উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনা জানতে পেরে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে অভিযুক্ত বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেমায়েত শিকদার সাংবাদিক বলেন, মারামারির সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় কে বা কাহারা আমাকে লক্ষ করে ইট নিক্ষেপ করে। এতে আমি আহত হয়ে বর্তমানে গোপালগঞ্জে চিকিৎসাধীন আছি।
এব্যাপারে হামলায় আহত ব্যবসায়ী আ.মন্নান শেখ বলেন, বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হেমায়েত শিকদার জেল থেকে বেড়িয়ে তার নেতৃত্বে মহড়া দিয়ে আমার উপর হামলা করে আহত করে। বাধা দিতে গেলে আমার ভাইসহ আরো ৫জন আহত হয়।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনতগত ব্যবস্থা নেওয়া হবে।

     More News Of This Category

Like page